কান উৎসবে স্থান পেল বাংলাদেশের ‌‘স্যান্ড সিটি’

লোকার্নো চলচ্চিত্র উৎসবে মাহদী হাসান (ডান থেকে দ্বিতীয়)কান চলচ্চিত্র উৎসবের প্যারালাল বিভাগ ‘লা ফেবরিক: তু লেস সিনেমাস দ্যু মন্ড’। বাংলায় বলা হয়, ‘বিশ্ব সিনেমা’। বিশ্বের বিভিন্ন দেশের জীবনমুখী ও ভিন্নধর্মী চলচ্চিত্রের প্রদর্শনী হয় এতে।
উদীয়মান চলচ্চিত্র নির্মাতারা এই আয়োজনে অংশ নিয়ে তাদের ভবিষ্যৎ প্রকল্প সম্পর্কে জানাতে পারেন। এই আয়োজনে নির্মাতাদের প্রকল্পকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন আইডিয়া যেমন দেওয়া হয়, তেমনি অর্থায়নের বিষয়টিও বিবেচনা করা হয়।
এবার সেই বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশি তরুণ নির্মাতা মাহদী হাসানের প্রথম চলচ্চিত্র ‘স্যান্ড সিটি’র পাণ্ডুলিপি তথা প্রকল্প।
কামার আহমাদ সাইমনের ‘শঙ্খধ্বনি’র পর বাংলাদেশের দ্বিতীয় কোনও চলচ্চিত্র প্রকল্প হিসেবে এতে মনোনীত হলো ‌‌ছবিটি।
‘স্যান্ড সিটি’র গল্প সম্পর্কে মাহদী জানান, এটা ঢাকা শহরের গল্প। এ শহরের সংগ্রামের তিনটি চরিত্রের মাধ্যমে তুলে ধরা হবে ছবিটিতে।
বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন নির্মাতা সম্মানজনক এ বিভাগের জন্য নির্বাচিত হয়।
বাংলাদেশ ছাড়াও আর্জেন্টিনা, ব্রাজিল, বুরকিনা ফাসো, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, রুয়ান্ডা ও তিউনিসিয়ার তরুণ নির্মাতাদের চলচ্চিত্র প্রকল্প এবার এই বিভাগে জায়গা করে নিয়েছে।

এর আগে গত বছর লোকার্নো চলচ্চিত্র উৎসব থেকে একই ছবির জন্য মাহদী হাসান পেয়েছেন আট হাজার ইউরো মূল্যের সিএনসি অ্যাওয়ার্ড।