নাচে আর গানে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ

57319816_650827485368210_3220601997367443456_nরঙের ছটা, নাচের দোল আর গানের মূর্ছনায় বর্ষবিদায়ের অনুষ্ঠান চৈত্রসংক্রান্তি আর নতুন বর্ষকে বরণ করে নিলো দেশের অন্যতম রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান-সংগঠন রবিরাগ।
সংগঠনের সভাপতি আমিনা আহমেদ ও পরিচালক সাদি মহম্মদের নেতৃত্বে চলে বৈচিত্র্যপূর্ণ এই আয়োজন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানী গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
56965469_2090363111033501_6943764629210267648_nকবিগুরুর গান দিয়ে পুরো অনুষ্ঠান সাজানো হয়। ছিল নাচের চমকও। এতে সংগঠনের শিল্পীরা সম্মিলিত ও একক কণ্ঠে গানগুলো পরিবেশন করেন। এগুলোর মধ্যে আছে- খেলা ভাঙার খেলা, অন্তরে বহে, মিলন হলো, এ বেলা ডাক পড়েছে, বিস্ময় জাগে, দক্ষিণ পবনে, ধীরে ধীরে, তোমার দূরের, আজ সার রঙে রঙ মেশাতে হবে, একটুকু ছোঁয়া লাগে, সাজালো ডালা, ফিরে চল মাটির টানে, ও চাঁপা ও করবী, ধন্য করো, ফিরবো না, চাঁদের আলো, বনে যখন উঠল কুসুম প্রভৃতি।
পুরো আয়োজনে একটানা মনোমুগ্ধকর সব গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।
মনোমুগ্ধকর নাচ ও গান পরিবেশনা শেষে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান শেষ করেন সাদি মহম্মদ।
57062158_434482930657812_9138895098203865088_n

ছবি: সাজ্জাদ হোসেন