‘এলাম ইউরোপ, মনে হচ্ছে বাংলাদেশ!’

প্যারিসের মঞ্চে ইমরানইউরোপের অভিজ্ঞতা কেমন? এমন প্রশ্ন করতেই বিস্ময় নিয়ে শিরোনামটি বললেন তিনি।
সঙ্গে যোগ করলেন, ‘বিমান থেকে মাটিতে পা ফেলার সঙ্গে সঙ্গে এখানকার মানুষের ছুটে আসা, সেলফি তোলা, অটোগ্রাফ চাওয়া আর আতিথেয়তা—আমাকে ভুলিয়ে দিয়েছে ইউরোপের কথা! বারবার বিভ্রম হচ্ছিলো, বিমান আমাকে ঠিকঠাক পৌঁছে দিলো তো! নাকি বাংলাদেশের কোনও জেলা শহরে এসে পড়লাম! কারণ, আমাকে নিয়ে, আমার গান নিয়ে এখানেও এমন উচ্ছ্বাস হবে, সত্যিই কল্পনা করিনি। নিজেকে নতুন করে জানলাম এখানে এসে।’
রবিবার (২৮ এপ্রিল) বিকালে সুইজারল্যান্ডের জুরিখ শহর থেকে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথাগুলো বললেন সংগীতশিল্পী ইমরান। ২৬ এপ্রিল এই শিল্পী তার দল ‘আই কিংস’ নিয়ে ঢাকা থেকে উড়াল দেন ফ্রান্সের প্যারিসের উদ্দেশে। সঙ্গে ছিলেন তরুণ কণ্ঠশিল্পী আনিকা তাসনিমও। ২৭ এপ্রিল প্যারিসে প্রথম শো’তে অংশ নেন তারা।প্যারিসের রাস্তায় টিম ‘আই কিংস’
আজ (২৮ এপ্রিল) অংশ নিচ্ছেন জুরিখের একটি কনসার্টে। এরপর ৪ মে অংশ নেবেন সুইডেনে। এরপর বাড়ি ফেরার পালা।  
এর আগে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য হয়ে গোটা বাংলাদেশ চষে বেড়ালেও এবারই প্রথম ইমরান গান শোনাতে গেলেন ইউরোপের তিন দেশে। কনসার্টগুলোর আয়োজন করেছে ইউরোপে বসবাসরত বাঙালি কমিউনিটি।
প্যারিসের শো:

ইমরান বলেন, ‘‘আমি ও আমার দল ‘আই কিংস’ নিয়ে প্রথমবার ইউরোপে গান শোনাতে এলাম। ২৭ এপ্রিল প্যারিসে প্রথম শো করেছি। এই শোয়ের ভিডিও আর স্থিরচিত্র দেখলে বুঝতে পারবেন এখানকার শ্রোতারা কতোটা অসাধারণ। আমি ভাবতেই পারিনি এরা আমাকে এতটা ভালোবাসেন। উল্টো ভয় ছিল, ‘ইভেন্টের মানুষ ছাড়া শ্রোতা খুঁজে পাবো তো!’ সেই ভয়টা কেটে গেল। আশা করছি আজ (২৮ এপ্রিল) জুরিখে এবং ৪ মে সুইডেনের শো দু‘টি আরও জমজমাট হবে।’’
ইমরান জানান, দল নিয়ে ঢাকায় ফিরছেন ৭ মে। ফিরেই কাজ শুরু করবেন নিজের ও চ্যানেল আইয়ের ‘গানের রাজা’ ইভেন্টের বেশ কিছু গান।প্যারিসের মঞ্চে ঢাকা থেকে যাওয়া আনিকা তাসনিম