দীপিকার সাদাকালো পোশাকে ফরাসি উপকূল রঙিন

৭২তম কানের লালগালিচায় দীপিকা পাড়ুকোনফ্রান্সের কান শহরের পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিদিন গালা স্ক্রিনিংয়ের সময় থাকে লালগালিচা অনুষ্ঠান। এখানে যেসব অভিনেত্রী ও মডেলরা পায়চারি করেন, তারা নির্দিষ্ট পথ দিয়ে বেরিয়ে ঝা-চকচকে গাড়িতে চড়ে হোটেলে ফেরেন। এর নাম ‘স্টেজ ডোর’। ফরাাসি ভাষায় ‘এন্ট্রি দে আর্টিস্টস’।

৭২তম কানের লালগালিচায় দীপিকা পাড়ুকোনবৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে স্টেজ ডোরের সামনে দাঁড়িয়ে আছি। মিনিট দুই-তিন পরেই ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলেন দীপিকা পাড়ুকোন। পোশাকে আর সাজগোজে তার কাছ থেকে চোখে ফেরানো দায়! এককথায় অসম্ভব সুন্দর। অন্যদের দৃষ্টি আটকে রাখতে তার লম্বা শারীরিক গড়নের জুড়ি নেই।
৭২তম কানের লালগালিচায় দীপিকা পাড়ুকোননরওয়ের ডিজাইনার পিটার ডানডেসের নকশা করা ক্রিম গাউন পরেছেন দীপিকা। এরমধ্যে বিশাল কালো বো-টাই চোখে পড়লো বেশ। গাউনটির লেজের অংশ বিশাল। সেটি গুছিয়ে দিতে ব্যস্ত সময় কেটেছে আয়োজক প্রতিনিধিদের।
বৃহস্পতিবার (১৬ মে) বিশ্বসংগীতের কিংবদন্তি স্যার এলটন জনের বায়োপিক ‘রকেটম্যান’-এর গালা স্ক্রিনিংয়ের আগে ছিল দীপিকার অফিসিয়াল ওয়াক। কানের ৭২তম আসরে আরও দু’বার লালগালিচায় হাঁটবেন তিনি। শুক্র (১৭ মে) ও শনিবার (১৮ মে) তাকে ফের জমকালো সাজে দেখা যাবে।
৭২তম কানের লালগালিচায় দীপিকা পাড়ুকোনকান উৎসবে সৌন্দর্য প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়াল প্যারিসের দূতিয়ালি করতে টানা তৃতীয়বারের মতো কানে এলেন দীপিকা। বৃহস্পতিবার (১৬ মে) দিনের শুরুতে কানে এসে পৌঁছান তিনি। হাতে খুব বেশি সময় ছিল না। তাই হোটেলে ঢুকেই চুল আর মেকআপ নিতে বসে পড়েন।


দীপিকা ছাড়া বৃহস্পতিবার বলিউড অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রনৌত কানের লালগালিচায় হেঁটেছেন। এর আগের দিন এসেছিলেন হিনা খান। হুমা কুরেশি ও ডায়ানা পেন্টির নাম যোগ হবে তালিকায়।
গত ১৪ মে কান উৎসবের ৭২তম আসরের উদ্বোধন হয়। সাগরপাড়ের শহরে এই বৈশ্বিক আসর চলবে আগামী ২৫ মে পর্যন্ত।৭২তম কানের লালগালিচায় দীপিকা পাড়ুকোন
* ফ্রান্সের সময়ের সঙ্গে বাংলাদেশের পাঠকদের চার ঘণ্টা যোগ করে নিতে হবে।