‘মামা’ সম্বোধন নিয়ে আপত্তি!

নাটকের দুটি দৃশ্যে জাহিদ হাসান ও পিয়া বিপাশাছেলেবেলা থেকেই মানুষের উপকার করে আসছেন জাহিদ হাসান। তার এই উপকারের জন্য মহল্লার ছোট বড় সকলেই তাকে মামা বলে সম্বোধন করেন। এতে আনন্দও পান জাহিদ হাসান।
কিন্তু হঠাৎ করেই মামা শব্দটা তার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ, এই প্রথম কাউকে তার ভালো লেগেছে, কিন্তু সমস্যা হচ্ছে সেই মেয়েও তাকে মামা বলে ডাকে!


এমনই এক গল্প নিয়ে আরটিভির জন্য শেখ সেলিম নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘মামুন মামা’। নাটকটি লিখেছেন ফরহাদ লিমন। জাহিদ হাসান ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন পিয়া বিপাশা, আনন্দ খালেদ, লায়লা হাসান, নাদিয়া ফারজানা, কাজী উজ্জ্বল, শম্পা নিজাম, ফরহাদ লিমন, মোশাররফ হোসেনসহ অনেকে।
নির্মাতা জানান, এখানে জাহিদ হাসানকে ২৫ বছরের যুবক হিসেবে দেখা যাবে। এলাকার মেয়ে হিসেবে পিয়া বিপাশা থাকছেন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হবে।
নাটকটি ঈদের দিন আরটিভিতে রাত ৮টা ৩৫ মিনিটে প্রচার হবে।