স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে তিন ছবি

unnamedশুক্রবার (২৪ মে) একসঙ্গে হলিউডের তিনটি ছবি মুক্তি দিয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। ছবিগুলো হলো ‘জন উইক: চ্যাপ্টার ৩’, ‘ব্রাইটবার্ন’ ও ‘আলাদিন’।
জন উইক সিরিজের তৃতীয় কিস্তি ‘জন উইক: চ্যাপ্টার ৩’ পরিচালনা করেছেন ক্যাড স্টেহলস্কি। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কিয়ানু রিভস। আরও অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, লরেন্স ফিশবার্ন, মার্ক ড্যাকেসকস, কেট ডিলন, ল্যান্স রেডিক, অ্যাঞ্জেলিকা হিউস্টনের মতো আরও একঝাঁক অভিনয়শিল্পী।
ভৌতিক ছবি ‘ব্রাইটবার্ন’-এর পরিচালক জেমস গুন। এতে অভিনয় করেছেন এলিজাবেথ ব্যাঙ্কস, ডেভিড ডেনম্যান, ম্যাট জোন্স প্রমুখ।
হলিউডের রূপালি পর্দা কাঁপানো ডিজনির ছবি ‘আলাদিন’। ১৯৯২ সালে সর্বপ্রথম বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিলো ডিজনির এই অ্যানিমেশন ছবি। আলাদিনের নতুন এ সংস্করণটি পরিচালনা করেছেন শার্লক হোমস-খ্যাত ব্রিটিশ পরিচালক গাই রিচি। ছবিটির সবচেয়ে বড় চমক, এতে আলাদিনের  দৈত্য-রূপে দেখা যাচ্ছে হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথকে। উইল স্মিথ ছাড়াও আলাদিনের ভূমিকায় দেখা যাবে কানাডীয় অভিনেতা মেনা মাসুদকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, নাওমি স্কট, মারওয়ান কেনজারি, নাসিম পেদ্রাদ, বিলি ম্যাগনুসেনসহ আরও অনেকে।