বৃদ্ধাশ্রমে পূর্ণিমার আনন্দদিন

61286720_185857478995097_3176937912432328704_nশুক্রবার (২৪ মে) চিত্রনায়িকা পূর্ণিমার দেখা মিলল একেবারে অন্যভাবে, নিঃসঙ্গ মায়েদের সঙ্গে ‌‘সাদামাটা’ সন্তানরূপে।
রাজধানীর উত্তরার উত্তরখান এলাকার মৈনারটেক জিয়াবাগ বৈকাল স্কুলের পাশে অবস্থিত বৃদ্ধাশ্রমটির নাম ‘আপন নিবাস বৃদ্ধাশ্রম’। সেখানেই ঠিকানা জন পঞ্চাশেক মায়ের। সন্তান ছাড়া জীবন কাটানো এ মানুষের পাশে সন্তানের মতোই হাজির হয়েছিলেন এই চিত্রনায়িকা।
60991325_338331410147860_4049906353399922688_nতাকে কাছে পেয়ে খুশিতে মন ভরেছে তাদেরও।
পূর্ণিমা বললেন, ‘বৃদ্ধাশ্রমের মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লেগেছে। তাদের সঙ্গে আমি ইফতার করেছি, গল্প করে সরাদিন কাটিয়েছি। জীবনের অন্যতম আনন্দদিন ছিলো এটি।’
60896933_664766150612874_4366263834717978624_nপূর্ণিমা জানান, শুধু বৃদ্ধই নয়, সেখানে কিছু প্রতিবন্ধীও আছেন, যারা চোখে দেখতে পায় না। তাদের সঙ্গেও সময় কাটিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এমন সংগঠনগুলোর সাহায্যে অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান।
আপন নিবাস বৃদ্ধাশ্রমটির নির্বাহী প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দা সেলিনা শেলী জানান, ২০১০ সালে মাত্র ছয়জন সর্বস্ব হারা, আপনজন হারা এবং আশ্রয়হীন বৃদ্ধা নারীকে নিয়ে শুরু হয় বৃদ্ধাশ্রমটি।61152820_687109825046688_1643026940082257920_n