শুরু হলো জেমসের বিদেশ সফর

মঞ্চে জেমসঈদের আগে দেশ শাসন করে এবার ইউরোপ-আমেরিকা সফরে বের হলেন নগরবাউল জেমস।
মঙ্গলবার (২৫ জুন) সকালের এক ফ্লাইটে দল নিয়ে উড়াল দিলেন সোজা সুইডেনের উদ্দেশে। দেশটির রাজধানী স্টকহোমে আয়োজিত বড়সড় একটি কনসার্টে গাইবেন তিনি। এটি হবে ২৮ জুন।

সেদিনই উড়ে যাবেন আরেক দেশ ডেনমার্কে। কারণ, পরদিন ২৯ জুন দেশটির রাজধানী কোপেনহেগেনে হবে জেমসকে ঘিরে আরেকটি কনসার্ট।
ঢাকা থেকে উড়ে যাওয়ার আগে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা হয় জেমসের। তিনি বললেন, ‘অনেক দিন পর বেরুচ্ছি। তবে এই যাত্রায় দুটি শো। ফিরে এসে আবারও যাওয়ার কথা রয়েছে।’
এদিকে জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, সুইডেন ও ডেনমার্কের দুটি শো শেষ করে তারা ঢাকায় ফিরছেন ১ জুলাই। একই মাসের ২০ তারিখ ফের উড়ে যাবেন কানাডার উদ্দেশে। সেই সফরে আরও কয়েকটি দেশ সংযুক্ত হওয়ার কথা রয়েছে। তবে টরন্টোর বাইরে সেসব শো’র বিষয় এখনও চূড়ান্ত নয়।
এদিকে চলতি বছরের শুরু থেকে জেমস ও তার দল মূলত দেশের স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করেছেন। এরমধ্যে গত ১ মে প্রথমবারের মতো গান শোনাতে গিয়েছিলেন মালয়েশিয়ায়।
তবে সামনের ছয় মাস দেশের বাইরে বেশ কিছু শো’র আমন্ত্রণ রয়েছে জেমসের সূচিতে—এমনটাই জানালেন ব্যবস্থাপক রবিন। স্টেজ শো’র বাইরে আপাতত নতুন কোনও গান প্রকাশের সম্ভাবনা নেই—এমনটাও বলেন তিনি।