বড় পর্দার গল্প আসছে ছোট আকারে

জাকির ও লরেনটিভি পর্দার নির্মাতা শ্রাবণী ফেরদৌস এবার নিয়ে আসছেন প্রেমের স্বল্পদৈর্ঘ্য। এর নাম ‌‘অমর প্রেম’।
নির্মাতা জানালেন, এর নির্মাণশৈলী ও গল্প-ভাবনা সবই বড় পর্দার মতো।  তবে সেটি স্বল্প পরিসরে দেখানো হবে। দৈর্ঘ্যটি হবে ১৫ মিনিটের।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাকির ও লরেন। অভিনয়ে তারা একেবারে নতুন। এর আগে দু-একটি বিজ্ঞাপনে তারা কাজ করেছেন।  
শ্রাবণী ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সপ্তাহে পুরান ঢাকায় এর কাজ হয়েছে। শুটিংয়ের আগে শিল্পীদের নিয়ে অনুশীলনও করেছি।’
স্বল্পদৈর্ঘ্যটিতে প্রেম কাহিনি উঠে আসবে। লাইলী-মজনু বা শিরি-ফরহাদের মতোই তাদের পরিণতি। তবে একেবারে ভিন্ন মোড়কে।
পরিচালক গল্প প্রসঙ্গে বলেন, ‘‘আমরা লাইলী-মজনু বা শিরি-ফরহাদের মতো গল্পগুলো জানি। জাকির-লরেনের গল্পও প্রেমের। মানুষের প্রেমের দৈর্ঘ্য হয়তো ৫ ঘণ্টা বা ৫০ বছর থাকতে পারে, কিন্তু একটি যুগল যখন সেই প্রেমটার জন্য কিছু ত্যাগ করে সেটি মহান হয়ে ওঠে। এদের গল্পটিও এমন। তাই নামটা রাখা হয়েছে ‘অমর প্রেম’।’’
ঈদের আগেই এটি অনলাইনে প্রকাশ হবে। তবে ইউটিউব নাকি অন্য প্ল্যাটফর্মে হবে তা চূড়ান্ত নয়।