আব্বাসদের জন্য ‘আব্বাস’ সিনেমা ফ্রি!

নিরবছবির নাম ‘আব্বাস’। যার নামে চলচ্চিত্র তার কেন টাকা দিয়ে ছবি দেখতে হবে—এমন ভাবনা থেকেই ছবি সংশ্লিষ্টরা দিয়েছেন ব্যতিক্রমী ঘোষণা।

জানালেন, আব্বাস নামের ব্যক্তিরা চলচ্চিত্র ‘আব্বাস’ দেখতে পারবেন একেবারে বিনামূল্যে। বিষয়টি জানালেন পরিচালক সাইফ চন্দন। বললেন, ‘শুক্রবার (৫ জুলাই) ছবিটি সারাদেশে মুক্তি পেয়েছে। সব সিনেমা হল থেকেই সুসংবাদ পাচ্ছি। এরমধ্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের সব আব্বাসকে। যাদের নাম আব্বাস তারা বিনামূল্যে ছবিটি দেখতে পারবেন।’

এটি দেখতে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে বলে জানালেন সিনেমার আব্বাস নিরব। জানান, জাতীয় পরিচয়পত্র দেখালেই মিলবে ছবির টিকিট।

‘আব্বাস’ নামের এক যুবকের বেড়ে ওঠা ও সংগ্রামকে উপজীব্য করে সিনেমাটির কাহিনি সাজানো হয়েছে। ছেলেটির জীবনে প্রেম নিয়ে আসে এমন একটি মেয়ে, যাকে অক্সিজেনের মতো অপরিহার্য মনে করেন আব্বাস। যেখানে আব্বাস চরিত্রে নিরব হোসেন আর অক্সিজেন অর্থাৎ ওটু নাম থাকছেন সোহানা সাবার।
আরও আছেন আলেকজান্ডার বো, সূচনা আজাদ, জয়রাজ, ডন, শিমুল খান, স্বাধীন ও ইলোরা গহর প্রমুখ। এটি প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।
গত ৫ জুলাই দেশের ৩৭টি হলে মুক্তি পায় ছবিটি।