রিয়েলিটি শো থেকে সিনেমায় অভিষেক

নিশাত নাওয়ার সালওয়া ও একে আজাদ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’-প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন একে আজাদ। তার সঙ্গে জুটি বাঁধলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া।
রিয়েলিটি শো থেকে উঠে আসা এই দুজনকে জুটি করে সিনেমা নির্মাণ করছেন মোস্তাফিজুর রহমান মানিক। নাম ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। যার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে দুজনেরই।
১২ জুলাই রাজধানীর উত্তরায় মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়। এতে অংশ নেন সালওয়া, এ কে আজাদসহ অন্য কলাকুশলীরা।
ছবির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। প্রযোজনা করেছেন মৌসুমী আক্তার মিথিলা। যৌথভাবে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন সুদীপ্ত সাইদ খান ও মোস্তাফিজুর রহমান মানিক। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীতায়োজনে আছেন প্রমিত রাফাত।
এমএস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করছেন আলিরাজ, মারুফ আকিব, রেবেকা, মৌসুমী মিথিলা, চিকন আলিসহ অনেকে।
মহরত অনুষ্ঠানে শিল্পী, প্রযোজক ও পরিচালকপ্রথমবারের মতো সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে নিশাত নাওয়ার সালওয়া বলেন, ‘প্রথম ছবি, অনুভূতি সত্যিই অন্যরকম। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। শুরুতে একটু নার্ভাস ছিলাম। কিন্তু মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের পরামর্শ পাওয়ার পর সেই ভয়টা আর নেই।’
নিজের চরিত্র নিয়ে সালওয়া বলেন, ‘এই সিনেমায় মডার্ন এক মেয়ের চরিত্রে আমাকে দেখা যাবে। প্রেম বিষয়ক নানা জটিলতায় এগিয়ে যায় চরিত্রটি।’
অন্যদিকে একে আজাদ বলেন, ‘এটা আমার প্রথম সিনেমা। অন্যরকম অনুভূতি হচ্ছে। এর আগেও ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। কিন্তু সিনেমার ক্যামেরার সামনে এবারই প্রথম। মৌলিক গল্পে নির্মিত হচ্ছে ছবিটি। আশা করছি ভালো কিছুই হবে।’
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘১২ জুলাই থেকে শুটিং শুরু করেছি। সালওয়া-আজাদ দুজনই নতুন, তবে তারা সম্ভাবনাময়। সঠিক গাইডলাইন দিতে পারলে ভালো কিছু করতে পারবে তারা।’
পরিচালক আরও জানান, ২৫ তারিখ থেকে নড়াইলে টানা দুই সপ্তাহ কাজ চলবে।নিশাত নাওয়ার সালওয়া