‘ফাগুন হাওয়ায়’ দিয়ে শুরু হচ্ছে লন্ডন রেইনবো উৎসব

ফাগুন হাওয়ায়২১ জুলাই থেকে লন্ডনে শুরু হচ্ছে রেইনবো চলচ্চিত্র উৎসব। আর উদ্বোধনী প্রদর্শনীতে থাকছে তিশা-সিয়াম অভিনীত তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’।
উৎসবটি চলবে ২৮ জুলাই পর্যন্ত। আয়োজনের ২০তম আসর বসতে যাচ্ছে এবার।
জানা যায়, বাংলা চলচ্চিত্র নিয়ে আয়োজিত এ উৎসবে থাকছে বেশ কিছু বাংলাদেশি চলচ্চিত্র। প্রদর্শনী ছাড়াও সেমিনারসহ বেশ কিছু আয়োজন থাকছে।
২০০০ সাল থেকে চলচ্চিত্র উৎসবটি আয়োজন করে আসছেন মুস্তাফা কামাল। তিনি জানান, এবারের উৎসবে বাংলাদেশ ছাড়াও কলকাতার চলচ্চিত্রও থাকছে।
বাংলাদেশের ছবিগুলো হলো- ফাগুন হাওয়ায়, আলতা বানু, সি ইউ, কমলা রকেট, সনাতন গল্প, আমার জন্মভূমি, টু বি কন্টিনিউড, যুদ্ধটা ছিলো স্বাধীনতার, মিতাস ড্রিম, গ্লিম্পস অব ঢাকা, জীবন ও জীবিকা, নোনা জলের মেয়েটি এবং অদেখা দাস।
কলকাতার ছবিগুলো হলো- অসুখওয়ালা, রং বেরঙের কড়ি, উমা, এক যে ছিল রাজ, পিউপা, ভয় ও ভাগের।