মঞ্চে আসছে নতুন দল ‘অনুস্বর’

67399199_889144311467063_4438001775814901760_nকিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশের শীর্ষ সারির নাট্যদল ‘থিয়েটার আর্ট ইউনিট’ থেকে বেরিয়ে এসেছিলেন নাট্যজন মোহাম্মদ বারী, লেখক-অভিনেতা প্রশান্ত হালদার, নির্দেশক সাইফ সুমনসহ এক ঝাঁক তরুণ।
এবার তারা নতুন নাট্যদল নিয়ে মঞ্চে আসছেন।
এর নাম অনুস্বর। আগামী সেপ্টেম্বরে আসবে তাদের নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’।
এদিকে গত ২৫ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কক্ষে দলটির লোগো উন্মোচন করা হয়। দলপ্রধান হিসেবে গ্রুপ থিয়েটারভিত্তিক এ দলের লোগো উন্মোচন করেন ড. বারী। লোগো ডিজাইন করেছেন শিল্পী শাহীনুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশান্ত হালদার, শাহীনুর রহমান, সাইফ সুমন, রঞ্জন দে সাথী, পাভেল রহমান-সহ নতুন দলের মোট ২৮ জন সদস্য।
মোহাম্মদ বারী জানান, তাদের প্রথম প্রযোজনা হবে বুদ্ধদেব বসুর উপন্যাস অবলম্বনে নিজের রচনা ও নির্দেশনায় ‘অনুদ্ধারণীয়’।