দ্বিজেন মুখোপাধ্যায় ও কলিম শরাফী স্মরণ

সুরের আকাশে তুমি যে শুকতারা...

সাদি মহম্মদ ও আমিনা আহমেদদ্বিজেন মুখোপাধ্যায় ও কলিম শরাফী; বাঙালি সংস্কৃতির দুই দিকপাল। বরেণ্য এই দুই সংগীতশিল্পীর সঙ্গে দ্বৈত গান করেছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী ও পৃষ্ঠপোষক আমিনা আহমেদ।
খুব কাছের মানুষ বলেও তারা পরিচিত। এবার প্রয়াত এ দুই বিদগ্ধজনকে স্মরণ করতে বিশেষ আয়োজন করেন রবীন্দ্রসংগীতশিল্পী আমিনা আহমেদ ও তার প্রতিষ্ঠান মীনা ট্রাস্ট। আর সেখানেই কথায় কথায় উঠে আসে তাদের ঘিরে সুখময় অতীত।

গতকাল (২৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির ৬/এ-তে আয়োজন করা হয় ‘সুরের আকাশে তুমি যে শুকতারা’ শিরোনামের স্মরণ অনুষ্ঠানে। যেখানে অংশ নেন রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ, আমিনা আহমেদ ও জয়ন্ত আচার্য্য।সাদি মহম্মদ, আমিনা আহমেদ ও জয়ন্ত আচার্য্য

অনুষ্ঠানের শুরুতেই সাদি মহম্মদ মাইক্রোফোন তুলে নেন। বলেন, ‘এই গুণী দুজন মানুষ আমাদের খুব কাছের। বিশেষ করে আমিনা আপার খুব আপনজন ছিলেন তারা। অনেকটা সময় কলিম ভাই ও দ্বিজেন মুখোপাধ্যায়ের সঙ্গে কাটিয়েছেন আমিনা আপা। তাই আজকের পুরো আয়োজন তাদের দুজনকে উৎসর্গ করছি।’

দর্শকসারিতে সন্তান কোলে কাজী ইনাম আহমেদ ও কাজী শাহেদ আহমেদএর পরপরই আমিনা আহমেদ বলেন, ‘‘আমার খুব সৌভাগ্য যে, দুজনই আমার সঙ্গে ডুয়েট করেছিলেন। ‘ভেঙ্গে মোর ঘরের চাবি’, ‘আকাশ ভরা’সহ বেশ কিছু গান করেছি আমরা। আর সাদি মহম্মদের পরিচালনায় তো কলিম ভাই অ্যালবামই করেছিলেন। বাংলা সংগীতের এ দুই বিশেষ মানুষকে আমরা বিশেষভাবে স্মরণ করছি।’’



সাদি মহম্মদ ও আমিনা আহমেদঠিক সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এ আয়োজনে উপস্থিত হন বরেণ্য লেখক ও জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ, জেমকন গ্রুপ ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীসহ অনেকে।
এরপরই দ্বিজেন মুখোপাধ্যায় ও কলিম শরাফী স্মরণে গান পরিবেশন করেন শিল্পীরা। এতে উল্লেখযোগ্য গানগুলো হলো- দাঁড়াও আমার আঁখিরও আগে, সুখে আমার রাখ, জানি না, দিনগুলি মোর সেনার খাঁচা, তুমি পাওনাই পাওনাই পরিচয়, কতবার ভেবেছি ইত্যাদি। এছাড়াও আমিনা আহমেদ ভানুসিংহ পদবলীর ‘সাথী মেরা রজনী’ ও ব্রাহ্ম সংগীত ‘করো পণ হৃদয় ভরে’ গেয়ে শোনান।

সাদি মহম্মদ ও আমিনা আহমেদ
ছবি- সাজ্জাদ হোসেন