মাতিয়া বানু শুকুর ‘গোল্লাছুট’

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরাশহর থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে কলোনি কালচার। গড়ে উঠছে প্রচুর একক ইমারত। অনেকটা এমন দৃষ্টিকোণ থেকে কলোনির গল্প তুলে আনার চেষ্টা করেছেন নির্মাতা মাতিয়া বানু শুকু।
‘গোল্লাছুট’ নামের এই ধারাবাহিকটি রচনা করেছেন মীর সামি, যা ৫ জানুয়ারি থেকে সম্প্রচার শুরু হবে নাগরিক টিভিতে।
এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন পরিচালক মাতিয়া বানু শুকু, অভিনয়শিল্পী মাজনুন মিজান, আশনা হাবিব ভাবনা, জেসিয়া ইসলাম, নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবুসহ অনেকে।
শুকু বলেন, ‘নাটকটি প্রচারে আসা নিয়ে শঙ্কায় ছিলাম। তবে অবশেষে সম্প্রচার হতে যাচ্ছে। এতে আমি খুব আনন্দিত।’
নাট্যকার মীর সামি বলেন, ‘এটি দেখলে দর্শকরা নস্টালজিয়ায় ভুগবেন। কারণ, বেশিরভাগ দর্শকেরই কলোনিকেন্দ্রিক অতীত রয়েছে বলে আমার ধারণা।’
আশনা হাবিব ভাবনা বলেন, ‘শুকু আপা ভালো একজন নির্মাতা। প্রচণ্ড পরিশ্রমী। সবসময় আমি তার কাজ করতে পছন্দ করি। তাছাড়া এর গল্পটাও খুব ভালো। মনে হচ্ছে দর্শক আমাদের নাটকটি পছন্দ করবেন।’
নাটকটির একটি দৃশ্যমোহনা অডিও ভিজ্যুয়ালের ব্যানারে নির্মিত ‘গোল্লাছুট’ নাটকটিতে আরও অভিনয় করছেন আ খ ম হাসান, মৌসুমি হামিদ, ফখরুল বাশার মাসুম, শিল্পী সরকার অপু, সাফা কবির, তৌসিফ মাহবুবসহ অনেকে।
৫ জানুয়ারি থেকে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টায় প্রচার হবে নাটকটি।