পাল্টা প্রশ্ন: কেন শাকিব দেশান্তরী হবেন!

শাকিব খানরবিবার (১২ জানুয়ারি) সকাল থেকেই ঢালি পাড়ায় তোলপাড়- ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক পাড়ি জমাচ্ছেন মার্কিন মুলুকে! ডোনাল্ড ট্রাম্পের দেশের নাগরিক হতে যাচ্ছেন তিনি!  
তবে বিষয়টি আদৌ সত্য কিনা- সে বিষয়ে গোটা দিনেও মুখ খোলেননি শাকিব খান। মুঠোফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। তবে শেষ মুহূর্তে সন্ধ্যা নাগাদ এগিয়ে এসেছেন শাকিব খানের সবচেয়ে নিকট বন্ধু ও প্রযোজক মো. ইকবাল।
জানালেন, বিষয়টি পুরোটাই ভিত্তিহীন! দেশ ছাড়ার কোনও ইচ্ছে নেই এই তারকার।
মো. ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা পুরোটাই গুজব। তিনি এ দেশের সেরা নায়ক। ক্যারিয়ারের এমন শীর্ষ অবস্থা থেকে কেন শাকিব দেশান্তরী হবেন? তার ইবি ভিসা পাওয়ার কথাও ঠিক নয়।’
এদিকে খবর ছড়ায়, একটি দক্ষ অ্যাজেন্সির মাধ্যমে শাকিব খান ইবি ভিসার আবেদনটি করেছেন। যেখানে তার সবকিছু দেখাশোনা করছেন আমেরিকাপ্রবাসী নেপালি এক উকিল। শাকিবের আবেদন সবুজ সংকেত পাওয়ায় এই উকিল প্রত্যাশা করছেন শিগগিরই তার মক্কেলের হাতে আমেরিকার গ্রিন কার্ড পৌঁছে দিতে পারবেন!মো. ইকবাল ও শাকিব খান
প্রসঙ্গত, ইবি ক্যাটাগরি হলো দক্ষতা বিষয়ক ভিসা। শিক্ষক, চিকিৎসক, শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ীসহ নানা ধরনের পেশাজীবীর মধ্যে যাদের নিজস্ব গবেষণাপত্র আছে কিংবা বিশেষ সম্মানসূচক পদক বা সম্মাননাপত্র পেয়েছেন, প্রমাণ সাপেক্ষে তারা এই ভিসার সুযোগ নিতে পারেন।