সন্ধ্যায় শাহবাগে জ্যোতির ‘মায়া’

একটি দৃশ্যে জ্যোতিকা জ্যোতিআজ (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে থাকছেন জ্যোতিকা জ্যোতি। সঙ্গে থাকছে তার ‘মায়া’-ও!
এদিন শাহবাগের পাবলিক লাইব্রেরি শওকত ওসমান মিলনায়তনে দেখানো হবে জ্যোতির ছবি ‘মায়া: দ্য লস্ট মাদার’। চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগের অংশ হিসেবে এটি প্রদর্শিত হবে।
সরকারি অনুদান নিয়ে মাসুদ পথিক নির্মিত এই ছবিটি মুক্তি পায় গত ২৭ ডিসেম্বর (২০১৯)। ছবিটি দেখে প্রশংসা করছেন দর্শক-সমালোচকরা। ছবিটি এবারই প্রথম কোনও উৎসবে অংশ নিলো।
ছবির অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় দেখানো হবে ছবিটি।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবিটি।
এ ছবিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মুমতাজ সরকার (কলকাতা), প্রাণ রায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী প্রমুখ।