ঘুমন্ত মানুষের শরীরে কম্বল জড়িয়ে দিলেন শিল্পীরা

ককশহর যখন শীত-ঘুমে, তখন কিছু মানুষের জন্য নেমে আসে অসহনীয় কষ্ট। ঠান্ডায় কোনও রকমে ফুটপাতে রাতযাপন করেন তারা।
খোলা আকাশের নিচে থাকা এসব মানুষকে পরম মমতায় কিছুটা উষ্ণতা এনে দিলেন চলচ্চিত্র শিল্পীরা।
গতকাল (১৫ জানুয়ারি) মধ্যরাতের পর রাজধানীর বেশ কিছু স্থানে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এ আয়োজনে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘দিনের বেলায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনেক সময়েই যাদের প্রয়োজন তারা এটি পান না। তাই আমরা রাতে শহর ঘুরে ঘুরে দেখেছি কারা শীতে কষ্ট পাচ্ছেন, তাদের কম্বল দিয়েছি। বেশিরভাগ সময়ই ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছি।’
জানা যায়, রাজধানীর খিলগাঁও, মগবাজার, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর শাহ আলী মাজার রোডে তারা কম্বল বিতরণ করেন।
জায়েদ খান আরও বলেন, ‘সাধারণ মানুষ যেমন শিল্পীদের পাশে থাকে তেমনি শিল্পীদেরও কিছু দায়িত্ব আছে। সেই জায়গা থেকে আমরা প্রকৃত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলাম।’