অসুস্থ, তবুও এন্ড্রু কিশোরের কণ্ঠে গান! (ভিডিও)

সিঙ্গাপুর জেনারেল হসপিটালে এন্ড্রু কিশোর (বামে)গত বছরের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুরে ক্যানসারের সঙ্গে লড়ে যাচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর।
কখনও কেমো থেরাপিতে অসুস্থ হয়ে পড়ছেন, কখনও সুস্থ বোধ করছেন। এরমধ্যেও সংগীত সতীর্থদের কাছে পেয়ে গলা ছেড়ে গাইলেন এন্ড্রু কিশোর!
সোশ্যাল মিডিয়ায় তেমন একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করলেন এন্ড্রুর ছাত্র মোমেন বিশ্বাস।
যেখানে দেখা যায়, বিছানায় বসে এন্ড্রু কিশোর কণ্ঠে তুলেছেন ‘জীবনের গল্প’ গানটি। তার সঙ্গে গলা মিলিয়েছেন মোমিন বিশ্বাসসহ দেশের বেশ ক’জন জ্যেষ্ঠ মিউজিশিয়ান।
এদিকে আজ (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিঙ্গাপুরে ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’ নামের কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে মঞ্চে ওঠার কথা রয়েছে এন্ড্রু কিশোরের। চিকিৎসকরা অনুমতি দিলে কিছুক্ষণের জন্য এই আয়োজনে হাজির হবেন তিনি।
সন্ধ্যায় এই কনসার্টে গান গাইবেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, মিতালী মুখার্জি ও এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস।

প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কেমো থেরাপি ও চিকিৎসা নিচ্ছেন তিনি।