বিরতির পর নতুন গানে এসআই টুটুল

এসআই টুটুল সংগীতশিল্পী এস আই টুটুল ২০০৮ সালে প্রকাশ করেন ‘দুঃখপোকা’ নামের অ্যালবাম। এরপর নিয়েছেন লম্বা বিরতি। দীর্ঘদিন পর আসছে তার নতুন গান ‘মেঘ বিবাগী হলে’।

সাদাফ হাসনাইন মানজুরের কথায় গানটির সুর করেছেন তিতাস কাজি। সংগীতায়োজনে আছেন মীর মাসুম। এটি ধ্রুব মিউজিক স্টেশনে (ডিএমএস) অবমুক্ত হবে।

নিজের নতুন গান প্রসঙ্গে এস আই টুটুল বললেন, ‘দীর্ঘ বিরতির পর গাইলাম। নতুন গানটির কথা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। এর সুর ভীষণ মিষ্টি। গানটি গাইতে খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর শ্রোতা দর্শকেরও অবশ্যই ভালো লাগবে।’এসআই টুটুল


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী জানান, ইতোমধ্যে এর ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে। ফ্লোরিডা, লন্ডন ও ঢাকার মনোরম লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন জিএমসি সোহান। ভিডিওটিতে আছেন এস আই টুটুল নিজেই।

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, আগামী ২২ ফেব্রুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মেঘ বিবাগী হলে’ গানটির ভিডিও। পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে, ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক , বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশে।