সৃজিতের গায়ে অর্ণবের আঁকা টি-শার্ট

সৃজিত ও অর্ণবগায়ক-সংগীত পরিচালক অর্ণবকে বহুবার বহুরূপে দেখা গেছে। সদ্য শেষ হওয়া একুশের বইমেলায় কবি ও গীতিকার রাজীব আশরাফের প্রথম কবিতার বই ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’-এর প্রচ্ছদ করেছেন তিনি।
এবার বাণিজ্যিকভাবে এসেছে তার করা ডিজাইনের টি-শার্ট ও সোয়েট শার্ট। আর সেটি বাজারে আসতেই গায়ে তুলেছেন ভারতীয় নির্মাতা ও বাংলাদেশি জামাই রাফিয়াথ রশিদ মিথিলার স্বামী সৃজিত মুখার্জি।
অর্ণব ও মিথিলা সম্পর্কে ফুফাতো-মামাতো ভাইবোন।
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির যোগসূত্রের অন্যতম মাধ্যম ছিল অর্ণবের গাওয়া একটি গান।
অর্ণবের গাওয়া ‘কী হলে কী হতো’ গানটিতে মডেল হিসেবে হাজির হন সৃজিত ও মিথিলা। সে সময়টাতে মধুর সম্পর্কে জড়িয়ে যান তারা। আর আত্মীয়তার সে কারণেই অর্ণবের আঁকা ডিজাইনটি পাওয়া গেল সৃজিতের গায়ে।
জানা যায়, ক্লাবহাউজ নামের প্রতিষ্ঠান এটি বাজারে এনেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির শোরুমে একসঙ্গে ক্যামেরাবন্দি হন সৃজিত ও অর্ণব।
ক্লাবহাউজ জানায়, গায়ক অর্ণব তার ফ্যানদের জন্য তিনটি টি-শার্ট আর সোয়েট শার্টের ডিজাইন করেছেন।
এদিকে অর্ণব এখন ব্যস্ত আছেন তার গানের দল ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ নিয়ে। নিয়মিতই বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন তারা। পাশাপাশি চলছে নতুন গানও তৈরির কাজ।