করোনা ভাইরাস আতঙ্কে দীপিকার সফর বাতিল

দীপিকা পাড়ুকোনবিশ্বজুড়ে এখন নভেল করোনাভাইরাস আতঙ্ক। যা ছড়িয়ে পড়েছে ফ্রান্সসহ ইউরোপে। আর এ কারণে প্যারিসে চলা ফ্যাশন উইকে অংশ নিলেন না দীপিকা পাড়ুকোন।
গতকাল (৩ মার্চ) এর সমাপনী আয়োজনে তার উপস্থিত থাকার কথা ছিল। বিষয়টি প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।
বিশ্বসেরা একটি ব্র্যান্ডের পক্ষ থেকে দীপিকা সেখানে আমন্ত্রিত ছিলেন।
এক বিবৃতিতে দীপিকার ম্যানেজার বলেন, ‌‘বিশ্বসেরা ব্র্যান্ড লুইসের আমন্ত্রণে ফ্যাশন উইক ২০২০-এ উপস্থিত থাকার কথা ছিলো দীপিকা পাড়ুকোনের। কিন্তু করোনাভাইরাসের মহামারির কারণে তিনি তার এ সফরটি বাতিল করতে বাধ্য হয়েছেন।’
জানা যায়, ফ্রান্সে ইতোমধ্যে ২০০ জন নভেল কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে ৪ জন মারাও গেছে।
এদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে এখন পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার। আর এতে মারা গেছেন ৩২০০ জন।
অন্যদিকে দীপিকা মাত্রই শেষ করেছেন ‌‘৮৩’ চলচ্চিত্রের কাজ। কপিল দেবকে নিয়ে নির্মিত এ ছবিতে তাকে রোমি দেবী হিসেবে দেখা যাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস