করোনা ভাইরাসের কারণে স্থগিত ‘ঊনপঞ্চাশ বাতাস’

87765456_10220487480033316_6530192976918872064_nঅবশেষে বাংলাদেশেও করোনা ভাইরাস শনাক্ত হলো। কালক্ষেপণ না করে স্থগিত করা হলো ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রটির মুক্তির পূর্ব সিদ্ধান্ত।
মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এ ছবিটি ১৩ মার্চ পর্দায় আসার কথা ছিল। নির্মাতা জানান, করোনা ভাইরাস শনাক্ত হওয়ার কারণে ছবিটি মুক্তির বিষয় স্থগিত করা হলো অনির্দিষ্ট সময়ের জন্য।

উজ্জ্বল বলেন, ‘‘আমরা জানি দর্শক দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সিনেমাটি দেখার জন্য। কিন্তু এই মুহূর্তে আমরা কোনোভাবেই মানুষকে সিনেমা হল কিংবা কোনও বড় জমায়েতে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করতে চাই না। আমরা বিশ্বাস করি, ইতোমধ্যে আপনারা যে ভালোবাসা ‘ঊনপঞ্চাশ বাতাস’-কে দিয়েছেন, তা অক্ষুণ্ণ থাকবে।’’

এদিকে মুক্তির বিষয়টি কবে হবে এ প্রসঙ্গে জানান, ‘এটি নির্ভর করছে করোনা ভাইরাস আগামী দিনগুলোতে দেশের মানুষের ওপর কেমন প্রভাব ফেলে, সেটার ওপর।’

পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, ফটোগ্রাফি, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন সব্যসাচী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

সিনেমাটির প্রধান চরিত্র নিরা ও অয়নের দুটি চরিত্র রূপায়ণ করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।
রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।