পরীক্ষণ থিয়েটার হলে ‘কিনু কাহারের থেটার’

কিনু কাহারের থেটারবাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ (১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’।
দলটির ১৫ নম্বর প্রযোজনা এটি। মনোজ মিত্রের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
এর প্রেক্ষাপট প্রসঙ্গে নির্দেশক জানান, এক নারীর শ্লীলতাহানি ঘটিয়েছে পুতনা রাজ্যের উজির। ক্ষোভে রাজাকে উদ্দেশ্য করে লাট সাহেব বললেন, ‘এর যদি বিচার না হয়, তাহলে আমি সিংহাসন ফালাইয়া দেব।’ রাজা পড়লেন মহাসংকটে। উজির তার প্রাণের দোসর, তাকে কী করে চাবুক মারতে আদেশ দেবেন? উল্টো উজিরকে বুদ্ধি দিলেন, একজন লোক ঠিক করতে। যে আদালতে এসে সাক্ষ্য দেবে- উজির নয়, অপকর্মটি করেছে সে নিজেই। তাই সাজাও তারই প্রাপ্য!
এমনই এক স্যাটায়ার ঘরানার গল্পে আবর্তিত হলো ‘কিনু কাহারের থেটার’।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- সানজিদা প্রীতি, জগন্ময় পাল, চেতনা রহমান ভাষা, মনিরুল ইসলাম রুবেল, মিতুল রহমান, হীরা চৌধুরী, শাহরিয়ার ফেরদৌস সজীব,  রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল, শাহীন সাইদুর, তানজিকুন প্রমুখ।