চলো একসাথে দূরে থাকি! (ভিডিও)

করোনাভাইরাস মানুষকে অনেক কিছুই শেখাচ্ছে নতুন করে, দিচ্ছে নিরাপদে থাকার নানা কৌশল। তারই প্রতিধ্বনি মিলেছে নতুন একটি গানের মাধ্যমে।

গ্রামীণ ফোনের উদ্যোগে তৈরি বিশেষ এই গানটির কিছু কথা এমন- চলো একসাথে দূরে থাকি/ বিশ্বাসে কাছাকাছি/ দূরে দূরে কাছে থেকে/ দেশটাকে ভালো রাখি।
২৬ মার্চ অন্তর্জালে প্রকাশিত এই গানটির কথা লিখেছেন গাউসুল আলম শাওন। তাতে সুর দিয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি এবং সংগীতায়োজন করেছেন একই দলের পাভেল আরিন। আর কণ্ঠ দিয়েছেন বিভিন্ন প্রজন্মের সাত শিল্পী। তারা হলেন সাদি মহম্মদ, সুমি, তাহসান খান, এলিটা করিম, মিলন মাহমুদ, নীরব ও সন্ধি।
গাউসুল আলম শাওন জানান, পুরো গান ও ভিডিওটির কাজ হয়েছে নিজ নিজ ঘর থেকে।
গানটির মাধ্যমে গ্রামীণ ফোন ও সংশ্লিষ্ট শিল্পীরা একটাই বার্তা দিতে চেয়েছেন গোটা দেশের মানুষদের, তা হলো- স্বাধীনতার প্রত্যয়ে চাইলেই সম্ভব একসাথে দূরে থেকে দেশটাকে ভালো রাখা।