সীমিত আকারে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন

পুরনো ছবিআজ ২৫ বৈশাখ (৮ মে), বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিন। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করা এই অনন্য প্রতিভা সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে।

তবে অন্যান্য বছরের মতো এবার ব্যাপকভাবে পালিত হচ্ছে না রবীন্দ্রজয়ন্তী। মহামারি করোনার কারণে সীমিত ও ডিজিটাল পদ্ধতিতে উদযাপন হচ্ছে এ আয়োজন।

কবিগুরুকে স্মরণ করতে সরকারিভাবে অনুষ্ঠান আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

আজ (৮ মে) সকাল ১০টায় বিটিভিতে এটি দেখানো হবে। সহযোগিতায় আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি।
একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, ‘বিটিভির জন্য কিছু গান ও কবিতা ধারণ করা হয়েছে। বেশিরভাগ কাজ বাসায় বসে করেছেন শিল্পীরা। দু’-একটি রেকর্ড হয়েছে বিটিভিতে। যা দিয়ে ৫০ মিনিটের একটি অনুষ্ঠান প্রচার করা হবে।’

ধারণকৃত বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে সাংস্কৃতিক বিদ্যাপীঠ ছায়ানটেও। প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা জানান, সকাল সাড়ে নয়টায় একটি ভিডিও অনুষ্ঠান প্রচার করবে তারা। ‘ওই মহামানব আসে’ শিরোনামের এ আয়োজনটি গ্রন্থনা করেছেন ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন। এটি দেখানো হবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।

ছায়ানটের জ্যেষ্ঠ কর্মকর্তা অনিন্দ্য রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সাত দিন ধরে আমরা কাজ করছি। শিল্পীরা বাসায় বসে তাদের পরিবেশনা রেকর্ড করে আমাদের পাঠিয়েছেন। সেগুলো দিয়েই ভিডিও তৈরি করা হয়েছে।’

এদিকে দেশের কোনও সংগঠন থেকেই মঞ্চে আজ কোনও অনুষ্ঠান থাকবে না। তাই বৃহৎ আকারে আয়োজন থাকছে না।

রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ বলেন, ‘আমরা বেশ কয়েকদিন ধরে প্রস্তুতি নিচ্ছি। কয়েকজন শিল্পী নিয়মিত অনুশীলন করছেন। আমরাও ঘরে বসে রবীন্দ্রসংগীত পরিবেশন করবো। সেটা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে সরাসরি প্রচার হবে। তবে আজ কোনও অনুষ্ঠান থাকছে না। আমাদের আয়োজনটি দু-একদিন বাদেই হবে।’