গানে গানে তাদের ‘একটাই দাবি’

মনজগোটা পৃথিবী থমকে আছে করোনাভাইরাসের কারণে। গৃহবন্দি মানুষ। এখন সচেতনতাই পারে শুধু মানুষের জীবন বাঁচাতে।

এই সচেতনতা বৃদ্ধির দাবি তুলেছেন একসঙ্গে ১৭ জন বিভিন্ন ধারার শিল্পী। যারা এক হয়ে কবিতা ও গানের মেলবন্ধনে মানুষকে দিয়েছেন সচেতন থাকার বার্তা।
স্নেহাশীষ ঘোষের কথায় আয়োজনটির নাম ‘একটাই দাবি’। সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। সুর করেছেন স্নেহাশীষ ও মিলন। দুটি কবিতা দিয়ে সাজানো এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি, কাজী শুভ, ইলিয়াস, মিলন, ঐশ্বর্য ও রোদেলা। কবিতা দুটি আবৃত্তি করেছেন লুৎফর হাসান ও ইফতেখারুল ইসলাম।
এদিকে ভিডিওতে গান-কবিতার বিভিন্ন অংশে ঠোঁট মিলিয়েছেন অভিনেতা সজল, এফ এস নাঈম, ইরফান সাজ্জাদ, চাষি আলম ও সোহানা সাবা।
ভিডিওটি নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। যা উন্মুক্ত হবে ১৩ মে সন্ধ্যায় সাউন্ডটেক-এর ব্যানারে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ সংশ্লিষ্ট সব শিল্পীর ফেসবুক দেয়ালে।
এ প্রসঙ্গে গানটির উদ্যোক্তা, গীতিকার ও সুরকার স্নেহাশীষ ঘোষ বলেন, ‘ভালো লাগার বিষয় হলো কাজটি করার জন্য সবাই এককথায় রাজি হলো। এরপর যে যার বাসা থেকেই নিজের কণ্ঠ এবং ভিডিও ধারণ করে পাঠিয়ে দেন। সবাই আন্তরিক না থাকলে এমনভাবে ভার্চুয়ালি এই গান-ভিডিও নির্মাণ সম্ভব হতো না।’
স্নেহাশীষ জানান, কোনও সম্মানী ছাড়াই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে গানটির সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেক শিল্পী-কুশলী।