করোনা যুদ্ধে তাদের আহ্বান (ভিডিও)

রাখতে হবে একটু ধৈর্য, একটু সহনশীলতা, যেন আসে বিজয়—এমনই আহ্বান জানালেন চার শিল্পী।

করোনাযুদ্ধে উদ্বুদ্ধ করতে চার শিল্পী মাহাদী ফয়সাল, এলিটা করিম, পড়শী ও মাহতিম সাকিব গাইলেন গান। শিরোনাম ‘যখন যুদ্ধে আছি’।
৩ জুন গানচিল মিউজিক ইউটিউবে অবমুক্ত করা হয়েছে গানটি।
করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক গানটির কথা লিখছেন আসিফ ইকবাল, সুর করেছেন শাহবাজ খান পিলু ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
আসিফ ইকবাল জানান, প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল এর আগেও করোনা নিয়ে কাজ করেছে। এবারও মানুষকে সচেতন ও সবার মানসিক স্বস্তি বাড়াতে এই গান প্রকাশ করেছে।
ভিডিওতে চার শিল্পী ছাড়াও বর্তমান বিশ্বের নানা চিত্র তুলে ধরা হয়েছে। ব্যবহার করা হয়েছে হাসপাতালের দৃশ্য।
উল্লেখ্য, এর আগে গানচিলের উদ্যোগে দেশের ১২৫ জন স্বনামধন্য ব্যক্তিকে নিয়ে তৈরি করা হয়েছিল ‘এসো সবাই’ নামের বিশেষ গান।