ভারতীয় ‘গোলমাল’ দিয়ে খুলছে নিউজিল্যান্ডের প্রেক্ষাগৃহ!

গোলমাল অ্যাগেইনজুনের প্রথম সপ্তাহে নিজেদের করোনামুক্ত ঘোষণা করেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। সেসময়ই ঘোষণা করেন খোলা হবে প্রেক্ষাগৃহ।

সব প্রস্তুতি শেষে আজ (২৫ জুন) দেশটির হলগুলো দর্শকের জন্য খুলে দেওয়া হবে। আর করোনামুক্তির প্রথম সপ্তাহে রিলিজ দেওয়া হচ্ছে ভারতীয় চলচ্চিত্র ‘গোলমাল অ্যাগেইন’।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিটি ‘গোলমাল’-এর সিকুয়েল। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ, তুষার কাপুর, আরশাদ ওয়ার্সি, টাবু, পরিণীতি চোপড়া প্রমুখ। পরিচালনা করেছেন রোহিত শেঠি।
রোহিত বলেন, ‘নিউজিল্যান্ড সরকার সিদ্ধান্ত নিয়েছে ছবিটি মুক্তির। যার ফলে করোনা মুক্তির পর প্রথম হিন্দি চলচ্চিত্র হিসেবে এটি দেখবে দেশটির জনগণ। শো মাস্ট গো অন।’
দেশটির ১৭টি শহরে ২৫ জুন থেকে প্রেক্ষাগৃহ খুলে দেওয়া হবে। প্রথম সপ্তাহে ১০৩টি হলে চলচ্চিত্র প্রদর্শনী করবে তারা।
সূত্র: ফ্লিক্স নিউজিল্যান্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস