ফেসবুক লাইভে মঞ্চনাটক

শামসুল আলম বকুল ও তাহমিদা মুস্তাফাগান কিংবা কনসার্ট—করোনাকালে হরহামেশায় এগুলো নিয়ে হাজির হয়েছেন শিল্পীরা। হয়েছে আবৃত্তিসহ আড্ডার প্রাণবন্ত ফেসবুক লাইভ। আর এতে এবার যোগ হলো মঞ্চনাটক।
গত ২৭ ও ২৮ জুন ফেসবুক লাইভে হয়ে গেল ‌‘অর্ধনারীশ্বর’-এর প্রদর্শনী। এটি নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নাট্যকার শামসুল আলম বকুল। একক এ মঞ্চনাটকটিতে অভিনয় করেছেন তাহমিদা মুস্তাফা।

শামসুল আলম বকুল বলেন, ‘নাটকটিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কলাকুশলীরা যুক্ত হয়েছেন। এর মধ্যে আমেরিকার কলোরাডো থেকে তাহমিদা মুস্তাফা অভিনয় করেছেন। সৌদি আরব থেকে সাইফুল ইসলাম প্রযুক্তির বিষয়টি দেখছেন। নিউ ইয়র্কের নগর স্টুডিওতে অডিও ও গ্রাফিক্স বাংলাদেশ থেকে করা হচ্ছে। এছাড়া নিউ ইয়র্কে বসবাস করা মিথুন আহমেদ এটি রচনা করেছেন। গল্পের বিষয়বস্তু নারী। নারী সবার আগে একজন মানুষ। কিন্তু তারপরও সামাজিকভাবে নারী হিসেবে তাকে নিয়তই বিভিন্ন ঘটনার শিকার হতে হয়। এটাই উপজীব্য।’

নাটকটি ২০১৭ সালে আমেরিকায় মঞ্চায়িত হয়েছিল। শামসুল আলম বকুল জানান, আগামী শনিবার (৪ জুলাই) এটি আবারও ফেসুবক লাইভে মঞ্চস্থ হবে।