উপস্থাপনায় সাংবাদিক-নির্মাতা রেজানুর রহমান

রেজানুর রহমানএবার টিভি অনুষ্ঠান উপস্থাপনায় এলেন সাংবাদিক, সাহিত্যিক ও নির্মাতা রেজানুর রহমান।

চ্যানেল আই-এ প্রতিদিন সকালের সংবাদপত্র বিষয়ক ‘ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে দায়িত্ব নিলেন তিনি।
করোনা সতর্কতায় চ্যানেল আই-এর নিয়মিত এই অনুষ্ঠানটি বেশ কিছু দিন বন্ধ ছিল। ঐক্য স্টোরের সৌজন্যে ৩ জুলাই থেকে নতুন ফরমেটে এটি আবার শুরু হয়েছে। প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন কাজল ঘোষ। অনুষ্ঠান নির্বাহী হিসেবে দায়িত্বে রয়েছেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম।
উপস্থাপনায় আসা প্রসঙ্গে রেজানুর রহমান বলেন, ‘এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা বটে, তবে কঠিন কিছু নয়। কারণ, আমি তো সংবাদেরই মানুষ। এতদিন অতিথি হিসেবে এইসব অনুষ্ঠানে যোগ দিতাম, এবার বসতে হচ্ছে সঞ্চালকের আসনে। কাজটি অনেক সেনসিটিভ, তবে আনন্দেরও।’
প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হচ্ছে।