বেঁচে থাকার গল্পে অর্ষা

অর্ষামহামারি করোনা পাল্টে দিয়েছে জীবনের গল্প। এসেছে ব্যাপক পরিবর্তন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সদস্যদের কাছে এটি বেঁচে থাকার সংগ্রাম।
তেমনই একটি কাহিনিতে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেঁচে থাকার গল্প’। শ্যামল শিশিরের চিত্রনাট্য ও আলোক হাসানের পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা। আরও একটি বিশেষ ভূমিকায় আছেন এফ এস নাঈম।

গত ১২ জুলাই উত্তরার একটি শুটিং হাউজে এর দৃশ্যধারণ হয়েছে। অর্ষা বললেন, ‘করোনাকালে মধ্যবিত্তের সঙ্গে ঘটে যাওয়া কিছু বাস্তবতাই এখানে উঠে এসেছে। এটি দেখতে দেখতে দর্শক নিজেকে খুঁজে পাবেন। আশা করি দর্শক শ্রেণি এই কাজকে আপন করে নেবেন।’

চিত্রনাট্যকার শ্যামল শিশির জানান, এটি প্রযোজনা করছেন প্রযোজক জাহিদ হাসান অভি। ওটিপি প্লাটফর্মের জন্য এই চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হলেই শিগগিরই এটি মুক্তি দেওয়া হবে।