করোনা তাই উপস্থাপক ছাড়াই টিভিতে গাইবে জলের গান

জলের গানের শিল্পীরা।দীপ্ত টিভি এবার তাদের ঈদ আয়োজনে রেখেছে মাত্র একটি সরাসরি গানের অনুষ্ঠান। ঈদের আগের দিন রাতে এটি হবে।
তবে করোনা সতর্কতায় বিশেষ ব্যবস্থা নিয়েছে চ্যানেলটি। তাই দেড় ঘণ্টাব্যাপী এ আয়োজনে থাকছেন না কোনও সঞ্চালক!

তবে অনুষ্ঠানটিতে দিব্যি আড্ডা দেবে ও গাইবে গানের দল! সেটা হলো- জলের গান। আগামী ৩১ জুলাই রাত ১০টা ৪০ মিনিটে দীপ্ত টিভি ও তাদের ফেসবুক পেজে সরাসরি প্রচার হবে এটি। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‌‘ঈদানন্দে জলের গান’।

অনুষ্ঠানটির প্রযোজক সাইফুর রহমান সুজন ও মাসুদ মিয়া জানান, শুধু গান নয়, এতে ভক্তদের সঙ্গে কথা বলবেন দলটির সদস্যরাও। তাই সঞ্চালক না থাকলেও আড্ডার আবহ থাকবে।

চ্যানেলটির জনসংযোগ কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, ‘সাধারণ ছুটি শেষ হওয়ার পর থেকে আমরা স্বাস্থ্যবিধি মেনে কঠোর নিয়মের মধ্যে নাটকের শুটিং করছি। ঈদের আয়োজনেও সেই ব্যবস্থা থাকছে। তাই জলের গানের সঙ্গে অন্য কেউ স্টুডিওতে থাকবেন না। এছাড়া আমাদের নিজস্ব স্টুডিওগুলো বেশ বড় জায়গার ওপরে তৈরি। ফলে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইভ এ আয়োজনটি করতে অসুবিধা হবে না।’

তিনি আরও জানান, করোনার কারণেই দেড়ঘণ্টা পরিসরের অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে। তবে সবকিছু পর্যালোচনা করে সময়টা আরও বাড়তে পারে।