বাংলাদেশের সঙ্গেই খুলছে ভারতের সব সিনেমা হল

5e68cc9ef49950deb6fd3d0e4f8a4eb6-5c487722b6c17আগামী ১৬ অক্টোবর খোলা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহ। প্রায় একই সময়ে ভারতের সব সিনেমা হলও খুলে দেওয়া হচ্ছে।
আগামী ১৫ অক্টোবর দেশটির সব রাজ্যের সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্স খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল (৩০ সেপ্টেম্বর) এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, মোট আসনের ৫০ শতাংশ ব্যবহার করা যাবে। বাকিটা ফাঁকা রাখতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এটি মূলত ১৬ অক্টোবর হবে। কারণ, শুক্রবার থেকেই হলের ওপেনিং ধরা হয়। সে হিসেবে বাংলাদেশের সঙ্গেই উপমহাদেশের সবচেয়ে বড় সিনেমা বাজার চালু হচ্ছে।
জানা যায়, এমন খবরে সিনেমাপাড়ায় প্রস্তুতির ধুম পড়েছে। ওটিটি-তে মুক্তির অপেক্ষায় থাকা অনেক ছবিই এখন প্রেক্ষাগৃহে মুক্তির কথা ভাবছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, এ বিষয়ে দ্রুতই একটি গাইডলাইন হল কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হবে, যেন সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে তারা কার্যক্রম চালাতে পারে।

এদিকে গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ হল মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে জানান, ১৬ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশের হলগুলো পরিচালিত হবে। 
সূত্র: টাইমস অব ইন্ডিয়া