নতুন ছবির অভাব মেটাবে শাকিব খানের পুরনো ছবি!

শাকিব খানকরোনার পর নতুন ভালো ছবি নেই—এ কারণে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত সাম্প্রতিক দুটি ছবি প্রেক্ষাগৃহে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ছবির অভাব অনেকটাই মেটাবে শাকিব খানের ছবি দুটি।
এগুলো হলো, ‌‘বীর’ ও ‘পাসওয়ার্ড’। দুটি ছবিই প্রযোজনা করেছে শাকিব খানের প্রতিষ্ঠান এসকে মুভিজ ও মো. ইকবাল।
মুক্তির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ইকবাল। এরমধ্যে ২৩ অক্টোবর আসছে ‘বীর’ আর ৩০ অক্টোবর ‘পাসওয়ার্ড’।
বললেন, ‘‘গত দুই দিনে ‘বীর’-এর জন্য ২০টার মতো হলের বুকিং পেয়েছি। আগামী দুই দিনে শাকিব খানের এই ছবি ৫০টির বেশি হলে বুকিং হবে বলে আশা করি। আর পরের সপ্তাহে আসবে ‘পাসওয়ার্ড’। করোনার পর শাকিবের সিনেমা পেলে আবারও হলে ফিরবেন দর্শক। যা এই মুহূর্তে খুবই জরুরি।’’
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ ছবিটি। এটি এই পরিচালকের ৫০তম ছবি। এতে অভিনয় করছেন শাকিব ও বুবলী। আরও আছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ।
অন্যদিকে, ২০১৯ সালে মুক্তি পায় মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবি। এতেও একসঙ্গে অভিনয় করেছেন শাকিব ও বুবলী। আছেন ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, ডন প্রমুখ।
ছবির পরিচালক মালেক আফসারী মনে করেন, ছবিশূন্য মাঠ আবার কাঁপাতে আসছে ‘পাসওয়ার্ড’।