মনোজের জাপানি নায়িকা!

মনোজ ও মায়মায় ওয়াতানাবে জাপানি তরুণী; বাংলাদেশে এসেছেন বছর দশেক হলো। বাংলাটাও রপ্ত করেছেন বেশ।
কাজ করছেন এ দেশের সুবিধাবঞ্চিতদের নিয়ে। তাকেই এবার দেখা যাবে পূজার নাটকে। শাওন কৈরীর রচনায় গৌতম কৈরী নির্মাণ করেছেন পুজোর বিশেষ নাটক ‘ভৈরবী’। এর প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ওয়াতানাবে। মনোজ প্রামাণিকের বিপরীতে তাকে পাওয়া যাবে।
গল্পে মনোজের নাম নীল, ওয়াতানাবের নাম আঁকি। জাপানে পাঁচ বছর পড়াশোনা শেষে দেশে ফিরে নীল সঙ্গে নিয়ে আসে সহপাঠী আঁকিকে। এখানকার পরিবার, বন্ধন ও পূজা উৎসব দেখে জীবনকে নতুনভাবে আবিষ্কার করে আঁকি।

মনোজ বললেন, ‘গল্পের মূল চরিত্র জাপানি মেয়ের, তার সঙ্গে ওয়াতানাবে বেশ মানিয়ে গেছেন। আর উনি বাংলাও বলতে পারেন। দিন ১৫ আগে এর কাজ হয়েছিল। এটাই পূজায় একমাত্র কাজ আমার।’
মায় ওয়াতানাবে জানান, অভিনয়টা তার কাছে ফান লাগছে। গরমেও কাজ করতে সমস্যা হয়নি। অপেক্ষা করছেন এটির মুক্তির। তারপর বন্ধুদের কাছে এর ইউটিউব লিংক পাঠাতে চান তিনি।
জানা যায়, ‘ভৈরবী’ এনটিভিতে দশমীর দিন (২৬ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে।