পর্দায় আসছেন অভিনেতা চাষী নজরুল



চাষী নজরুল ইসলামপ্রয়াত বরেণ্য পরিচালক চাষী নজরুল ইসলামকে আবার পর্দায় পাবে তার ভক্তরা। বছরের প্রথমদিনেই তিনি রূপালি পর্দায় হাজির হচ্ছেন। তবে তা শুধু অভিনেতা হিসেবে। ১ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘মাটির পরী’ ছবি। এতে তাকে দেখা যাবে। এর মূল চরিত্র আছেন সায়মন সাদিক ও মৌমিতা। ছবিতে চাষী নজরুল ইসলাম ও অভিনেতা সুব্রত দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন।
ছবিটি পরিচালনা করেছেন সায়মন তারিক। তিনি জানান, প্রথম সপ্তাহে এটি অর্ধশতাধিক হলে মুক্তি পাবে।মাটির পরী ছবির শ্যুটিং ইউনিটে চাষী নজরুল ইসলাম, সঙ্গে মৌমিতা ও সুব্রত
‘মাটির পরী’ প্রযোজনা করেছে এস এ খাঁন। এতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, লামিয়া, শাকিল আশফাক ও শিশির আহমেদ।
গুণী এ নির্মাতা ১৯৬১ সালে ফতেহ লোহানী নির্মিত তথ্যচিত্র ‘সমাধান’-এ প্রথম অভিনয় করেন। এরপর চাষী নজরুল খল-অভিনেতা হিসেবে ছিলেন সৈয়দ আউয়াল পরিচালিত ‘অন্তরঙ্গ’ ছবিতে। পরবর্তীতে বহু চলচ্চিত্রে তাকে অভিনেতা হিসেবে পাওয়া গেছে।



/এম/