নজরুলসংগীতে প্রথমবার অর্ণব

রেকর্ডিংয়ে অর্ণব ও সুস্মিতা (ডানে)সংগীতশিল্পী অর্ণবের পড়াশোনা শান্তিনিকেতনে। তাই রবীন্দ্রসংগীতে একেবারে শুরু থেকে তাকে পাওয়া গেছে।
এবার তাকে পাওয়া যাবে নজরুলসংগীতে। প্রথমবারের মতো করেছেন সংগীতায়োজন।
গানের নাম ‘জাগো নারী জাগো’। আর এটি গেয়েছেন সুস্মিতা আনিস।
অর্ণব বললেন, ‘প্রথমবারের মতো নজরুলসংগীতে সংগীতায়োজন করলাম। গানটি আজ (১৯ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে।’
সুস্মিতা আনিস জানান, একসঙ্গে দুটি গানের রেকর্ড হয়েছিল কলকাতার স্টুডিওতে। প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে এগুলো নিয়ে কাজ করছেন অর্ণব ও সুস্মিতা। যার প্রথমটি আগামীকাল আসছে।
তিনি বলেন, ‘বেশ সময় নিয়ে গানগুলোর কাজ করা হয়েছে। অর্ণবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও চমৎকার। আশা করছি, গানটি নতুনভাবে আবিষ্কার করবেন শ্রোতারা।’
এদিকে, সম্প্রতি বিয়ে করেছেন অর্ণব। স্ত্রী ভারতীয় গায়িকা সুনিধি নায়েক শান্তিনিকেতনেরই ছাত্রী। ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে বিয়ে করেন তারা। এখনও আছেন কলকাতাতেই। সেখান থেকেই নজরুলসংগীতটি অবমুক্ত হওয়ার সংবাদ দেন এই গায়ক। এটি প্রকাশ হবে কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে।