শেষ হলো ‘কমান্ডো’র কলকাতা মিশন

কলকাতার এবারের অংশে দেবকলকাতা ও বাংলাদেশ নিয়ে তৈরি হচ্ছে দেব অভিনীত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‌‌‘কমান্ডো’। এরমধ্যে গতকাল (২৭ নভেম্বর) শেষ হয়েছে ছবিটির কলকাতা অংশের কাজ। টানা সপ্তাহ খানেকের দৃশ্যধারণ পর এটি ইতিটানা হয়।

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল প্রযোজিত এ ছবিতে কমান্ডো হিসেবে থাকছেন ওপার বাংলা জনপ্রিয় নায়ক-সাংসদ দেব। সঙ্গে আছেন চিত্রনায়িকা জাহারা মিতু। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী।

প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বছরের শুরুর দিকে কলকাতায় চারদিন শুটিং হয়েছিল। আর গত সপ্তাহজুড়ে সেখানে মারপিটের কিছু দৃশ্যধারণ হলো। সবমিলিয়ে কলকাতায় আমাদের শুটিং শেষ। এরপর আমরা বাংলাদেশে ৮ দিনের মতো কাজ করব। তাহলে এখানের অংশ শেষ হবে।’

জানা যায়, কলকাতায় এবার শুধু সেখানকার শিল্পীরা অংশ নিয়েছিলেন। বাংলাদেশ ছাড়াও আরও একটি লটে দুবাইয়ে ছবিটির গানের কাজ হবে। সেখানে যাবেন এর নায়িকা জাহারা মিতু। এগুলো হয়ে গেলে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হবে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে সিনেমা প্রসঙ্গে দেব বলেন, ‘এটা বাংলাদেশের সঙ্গে আমার প্রথম কাজ। এতে বেশ কয়েকটি মিশনে আমাকে অংশ নিতে দেখা যাবে। মূলত আমি বাংলাদেশকে রক্ষার জন্য গোপন মিশনে অংশ নেব।’

শাপলা মিডিয়া জানায়, আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা তাদের।