টানা ১৪ দিন সৈয়দ জামিল আহমেদের নাটক

130079076_170952848094484_7807819084960461369_n‘রিজওয়ান’ দিয়ে মঞ্চে নতুন মাত্রা সৃষ্টি করেছিলেন নন্দিত নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ। তুমুল জনপ্রিয়তা পায় এটি। এবার তিনি মঞ্চে নিয়ে আসছেন নতুন নাটক ‘৪.৪৮ মন্ত্রাস’।
আগামী ১৮-৩১ ডিসেম্বর টানা ১৪দিন রোজ সন্ধ্যায় রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়িত হবে এটি। এটি প্রযোজনা করছে স্পর্ধা। বিষয়টি নিশ্চিত করেছে দলটির সদস্যরা।
সারাহ কেইনের ‘৪.৪৮ সাইকোসিস’ থেকে ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটকটি বাংলায় অনুবাদ করেছেন শাহমান মাইশান ও শরীফ সিরাজ। এর পরিকল্পনা ও নির্দেশনায় আছেন সৈয়দ জামিল আহমেদ।
সংগঠন স্পর্ধা জানায়, গত মার্চ মাসে নাটকটির মহড়া শুরু হলেও করোনা পরিস্থিতির কারণে উদ্বোধনী মঞ্চায়ন পিছিয়ে যায়। গত ২ ডিসেম্বর মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির কারিগরি প্রদর্শনী সম্পন্ন হয়েছে। আর ১৮ ডিসেম্বর হবে এর উদ্বোধনী।
সংগঠনটি জানায়, নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু হলো এক তরুণ শিল্পীর মনস্তত্ত্বে বিষণ্ণতার জন্ম; কারণ তিনি সমাজে ব্যাপকভাবে সহিংসতার সাক্ষী। যেমন, ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, আমৃত্যু নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতা ও সমাজে বিশৃঙ্খল অনিশ্চয়তা।
ঢাকার মঞ্চে সৈয়দ জামিল আহমেদের নাটক সব সময়ই আলাদা আগ্রহ তৈরি করেছে। এর আগে ‘চাকা’, ‘বিষাদ সিন্ধু’, ‘বেহুলার ভাসান’, ‘সঙভঙচঙ’ নাটকগুলো নির্দেশনা দিয়ে প্রশংসিত হন এই খ্যাতিমান। বেশ কিছু দিন বিরতি নিয়ে ‘রিজওয়ান’, ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নামের দুটি নাটক নির্দেশনা দেন তিনি।