মা-ছেলের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান

অপু ও আব্রামশাকিব খান, ববি হকের পর এবার সিনেমা প্রযোজনায় আসছেন ঢাকাই ছবির অন্যতম শীর্ষ নায়িকা অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়ের নামেই হচ্ছে তার এই প্রতিষ্ঠান।
ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে সদস্যপদের জন্য আবেদন করেছেন তিনি।
গতকাল (২৯ ডিসেম্বর) এই পত্রটি জমা দেন নায়িকা। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু।
অপু বিশ্বাস তার প্রতিষ্ঠানের নাম রেখেছেন ‌‘অপু-জয় প্রোডাকশন হাউস’। তবে বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি অপু বিশ্বাস।
খোরশেদ আলম খসরু বলেন, ‘আমাদের সমিতিতে একটি আবেদন জমা দিয়েছেন এই অভিনেত্রী। সমিতির গভর্নিং বডি এটা যাচাই-বাছাই করে গতকালই (২৯ ডিসেম্বর) অনুমোদন দিয়েছে।’
২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন অপু। ২০০৫ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
এরপর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তারা। রেকর্ড সংখ্যক ৭২টি সিনেমায় জুটিবেঁধে অভিনয় করেন শাকিব-অপু। পাশাপাশি হয় প্রেম, সংসার ও সন্তান। যদিও সেটি প্রকাশের সঙ্গে ঘটলো বিচ্ছেদও।
সম্প্রতি বাপ্পিকে নিয়ে ‘প্রিয় কমলা’র শুটিং শেষ করেছেন অপু। হাতে রয়েছে নিরবের সঙ্গে ‘ছায়াবৃক্ষ’ ছবিটি।