আবার পেছালো কান উৎসব

সিনেমাপ্রেমীদের তীর্থস্থান হিসেবে খ্যাত কান চলচ্চিত্র উৎসব এবারও বসবে কিনা, তা নিয়ে শঙ্কা কাটছেই না।

করোনাভাইরাসের জন্য গতবার দফায় দফায় স্থগিতের পর সেটি বাতিল করা হয়েছিল।

চলতি বছর আবারও সেটি পেছানো হলো। আয়োজকরা জানালেন, মে মাসে নয়, ৭৪তম কান উৎসব হবে আগামী জুলাইয়ে।

জুলাইয়ের ৬ থেকে ১৭ তারিখ পর্যন্ত এটি চলবে। আর করোনার কারণেই দুই মাস পেছানোর সিদ্ধান্ত।

তবে এরপরও যে একই তারিখে এটি হতে পারবে, সেরকম কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। কারণ, ইউরোপজুড়ে নতুন করে চলছে লকডাউন।

আর ঐতিহ্যবাহী কান উৎসব ফ্রান্সের কান শহরে হয়ে থাকে। তাই ইউরোপের এই প্রাণকেন্দ্র জুলাইয়ের আগে কতটা সবল হয়ে উঠতে পারবে, সে প্রশ্নও থাকছেই।

পশ্চিমা সংবাদমাধ্যম ডেডলাইনের মতে, জুন মাসে কান শহরে মিপিম রিয়েল এস্টেট সম্মেলনের আয়োজন করা হবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে জুলাইতে কান উৎসবের আয়োজন করা যাবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, জুলাইয়ের পর বিশ্বচলচ্চিত্রের শিডিউল আরও ব্যস্ত। কারণ, আগস্ট বা সেপ্টেম্বর পরবর্তী সময়ে ভেনিস ও টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মাতামাতি শুরু হয়ে যাবে। তাই জুলাইয়ের মধ্যেই বোঝা যাবে চলতি বছরের কানের ভাগ্য।

সূত্র: ডেডলাইন