করোনার টিকা নিলেন নাঈম-শাবনাজ

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ নিলেন করোনার টিকা।

নাঈমের পৈতৃক এলাকা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপস্থিত হয়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নেন এই দম্পতি।

নাঈম জানান, তারা দুজনই ভালো আছেন। কোনও অসুস্থতা বোধ করছেন না।

এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক অন্যদের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকাটা নিলাম। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আপনারাও ভ্যাকসিন নিয়ে নিন।’

১৯৯১ সালে এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন খাজা নাঈম মুরাদ ও শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। তাদের চলচ্চিত্রের মধ্যে আছে- ‘চোখে চোখে, ‘সোনিয়া’, ‘দিল’, ‘টাকার অহংকার’, ‘লাভ’, ‘অনুতপ্ত’, ‘জিদ’, ‘বিষের বাঁশি’, ‘ফুল আর কাঁটা’, ‘সাক্ষাৎ’, ‘আশা-ভালোবাসা’, ‘আঞ্জুমান’, ‘মায়ের অধিকার’, ‘জজ-ব্যারিস্টার’ প্রভৃতি।

১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন নাঈম-শাবনাজ। প্রায় ২৭ বছরের সংসার জীবন নিয়ে শোবিজের অন্যতম রোমান্টিক জুটির উদাহরণ হয়ে আছেন তারা।

নাঈম-শাবনাজ অভিনীত সর্বশেষ সিনেমা ‘ঘরে ঘরে যুদ্ধ’ মুক্তি পায় ২০০১ সালে।

করোনার ভ্যাকসিন নিলেন জেমস্