২০ জেলায় ৪০ দিনের মিউজিক ট্যুর!

ব্ল্যাক জ্যাং বা আসিফুল ইসলাম সোহান; বাংলাদেশের র‌্যাপ গান নিয়ে যে দু’-চারজন তরুণ আন্তর্জাতিকভাবে নজর কাড়তে পেরেছেন, তাদের মধ্যে অন্যতম।

মিডিয়াতে তার খবর বেশ আলোচনায় আসে হলিউড ছবির কারণে। ঢাকার প্রেক্ষাপট নিয়ে তৈরি ছবি ‘এক্সট্র্যাকশন’-এ ছিল তার গান। ক্রিস হেমসওয়ার্থ অভিনীত এ ছবির ‘নো বাউন্ডারিস’ গানটি তারই গাওয়া ছিল।

তরুণ এই হিপহপ গায়ক এবার নতুন এক মিশনে আছেন। ইতোমধ্যে সেটা শুরু হয়ে গেছে। র‌্যাপ গান নিয়ে চষে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন জেলা। আজ (১৮ ফেব্রুয়ারি) ৪০তম দিনে শেষ করতে যাচ্ছেন ২০ জেলার কনসার্ট।

সোহানের ভাষ্য, ‘হিপহপ গানটা ঢাকায় বেশ জনপ্রিয়। কিন্তু এটি দেশের বিভিন্ন প্রান্তে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই ভাবনা থেকেই আমার এই মিউজিক মিশন।’

ব্ল্যাক জ্যাং হিসেবে পরিচিত এ গায়কের সঙ্গে কাজ করছেন ডিজে আদ্যিয়াত।

সোহান আরও বলেন, ‘এমন হয়েছে আমরা এক জেলায় ঘুমাই আরেক জেলায় ঘুম ভাঙে। দিনের পর দিন এভাবেই কাজ করেছি। প্রথমে ২০টি জেলা আমরা কাভার করেছি। পরে কিছুটা বিরতি নিয়ে আরও দুটা শেষ করছি। আজ (১৮ ফেব্রুয়ারি) হবে ২২তম কনসার্ট। এর মাধ্যমে দেশের প্রথম সংগীত ট্যুর শেষ হবে।’

তিনি জানান, নতুন প্রজন্ম চাইলেও দেশের অনেক শিল্পীই হিপহপটা সিরিয়াসলি গ্রহণ করেন না। এমনকি কোনও কার্যক্রম দেখা যায় না। সেই ভাবনা থেকেই এই ট্যুরের আয়োজন। এটির পৃষ্ঠপোষকতা করেছে হিরো বাংলাদেশ।