ধ্রুব মিউজিক স্টেশনের ৪ বছর

পথচলার ৪ বছর পূর্ণ করলো দেশের আলোচিত সংগীত ও নাটক প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

২০১৭ সালের এই দিনে (২৫ ফেব্রুয়ারি) বাংলা গানকে বিশ্বদরবারে তুলে ধরতে কণ্ঠশিল্পী ধ্রুব গুহর উদ্যোগে যাত্রা করে প্রতিষ্ঠানটি।

শুরু থেকে ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করতে থাকে মানসম্পন্ন গান ও নান্দনিক ভিডিও। সেই মিছিলে জ্যেষ্ঠ থেকে শুরু করে নতুনদের গান প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। সঙ্গে নাটক প্রযোজনাতেও রয়েছে প্রতিষ্ঠানটির সুনাম ও সফলতা।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক, সারা দেশের বহুমুখী প্রতিভাবানদের নিয়ে ধ্রুব মিউজিক স্টেশন সম্প্রতি আয়োজন করে প্রতিভা অন্বেষণের উদ্যোগ ‘ধ্রুব মিউজিক আমার গান’। যে উদ্যোগের মাধ্যমে সংগীতাঙ্গন পাচ্ছে একঝাঁক প্রতিভাকে।

ধ্রুব গুহ বলেন, ‘ভাষার মাসে সব ভাষা শহীদের প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা। তাদের আত্মত্যাগের কারণেই আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলা গান ও নাটক নিয়ে স্বপ্ন দেখছি। দেখতে দেখতে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন ৪ বছর পূর্ণ করেছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ মিডিয়ার কাছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমরা এতদূর আসতে পেরেছি। এ ভালোবাসা নিয়েই কাজ করে যেতে চাই।’