একসঙ্গে ঢাকার সাব্বির ও কলকাতার শম্পা

বাংলাদেশের গায়ক সাব্বির নাসির এবং কলকাতার ‘সারেগামাপা’ মঞ্চের শম্পা বিশ্বাসকে এক সুতোয় বাঁধলেন সুরকার প্লাবন কোরেশী। দুই বাংলার এ দু’জনকে নিয়ে তৈরি করলেন গান ‘বিনোদিনী রাই’।

কথাও লিখেছেন সুরকার নিজেই। তবে সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক।

সাব্বির নাসির বলেন, ‘প্লাবন ভাইয়ের সুর বরাবরই আমার ভালো লাগে। এবারের গানটিও তার ব্যতিক্রম নয়। আমি আমার নিজস্ব গায়কী যোগ করে সুরের মৌলিকতা অক্ষুণ্ন রেখে গাইতে চেষ্টা করেছি গানটি। কলকাতার শম্পাও দারুণ গেয়েছেন। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে গানটির গায়িকা শম্পা বিশ্বাস বলেন, ‘‘যখন প্লাবন ভাইকে চিনতাম না, তখনই তার সুরে আমি ‘ইন্দুবালা’ গানটি গেয়েছি। সেটি বাংলাদেশের মানুষের পছন্দের তালিকায় থাকা অন্যতম একটি গান। তার কথা-সুরে আবারও গাইতে পেরে ভালো লাগছে।’’

গানটি প্রসঙ্গে প্লাবন কোরেশী বলেন, ‘আমি চেষ্টা করেছি গানের কথা, সুরে সর্বোচ্চ যত্নশীল হতে। গায়ক সাব্বির নাসির ভাই আমার প্রিয় একজন মানুষ। মৌলিক গানের প্রতি তার যে দুর্বার আকর্ষণ ও একাগ্র নিষ্ঠা, তাতে আমি মুগ্ধ হয়েছি। ওপার বাংলার গায়িকা শম্পা বিশ্বাস শুধু ভালো গান করেন তাই নয়, মানুষ হিসেবেও তিনি অসাধারণ। দুজনের গাওয়া গানটি সবার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’

জানা গেছে, শিগগিরই গানটি প্রকাশ হবে ভিডিওসহ।