কবরী পাচ্ছেন গার্ড অব অনার, বনানীতে দাফন

মহামারি পরিস্থিতির কারণে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার বা এফডিসি নেওয়া সম্ভব হচ্ছে না অভিনেত্রী-নির্মাতা-নেতা কবরীর মরদেহ।

আজ, শনিবার (১৭ এপ্রিল) বাদ জোহর এই কিংবদন্তির জানাজা ও দাফন হবে রাজধানীর বনানী কবরস্থানে। তার আগে একইস্থানে মুক্তিযোদ্ধা হিসেবে দেওয়া হবে রাষ্ট্রীয় উদ্যোগে গার্ড অব অনার।

বিষয়গুলো বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কবরীর ছেলে শাকের চিশতী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একাধিক নেতা।

শাকের চিশতী বলেন, ‘করোনা মহামারির এই পরিস্থিতিতে আমরা অন্য কোথাও ওনাকে নিয়ে যেতে পারছি না। বনানীতেই আম্মাকে গার্ড অব অনার দিয়ে জানাজা শেষে দাফন করা হবে।’

টানা ১২ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে হেরে গেছেন কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী (৭০)। শুক্রবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।