লকডাউনে প্রেমিকের বাসায় প্রেমিকা যখন বন্দি

করোনা মহামারির জন্য এখন পরিচিত শব্দ ‘লকডাউন’। যাপিত জীবনের বিধিনিষেধের নতুন এ সময়ে ঘটে গেছে অনেক কিছু। আছে বিরহ, আছে প্রেমও।

লকডাউনে তেমনই এক প্রেমিক-প্রেমিকার গল্পে তৈরি হয়েছে ঈদের নাটক। নাম ‘লকডাউনের প্রেম’।

মুনতাহা বৃত্তার রচনায় এটি নির্মাণ করেছেন রাইসুল তমাল। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির। আরও আছেন চাষী আলম, সিয়াম নাসিরসহ অনেকেই।

পরিচালক রাইসুল তমাল বলেন, ‘লকডাউনের সময় প্রেমিক-প্রেমিকারা কীভাবে সময় কাটাতো, কীভাবে দেখা করতো, এমন মজার ঘটনা নিয়ে নাটকটি তৈরি। এর ক্লাইমেক্স শুরু হবে প্রেমিকের বাসায় এসে প্রেমিকা যখন লকডাউনে আটকা পড়বে, তখন। মূলত ঈদকে সামনে রেখেই এটি নির্মিত। আশা করি সবার ভালো লাগবে।’

নাটকের গল্পে দেখা যাবে, জনি আর সারা দু’জন দুজনকে ভালোবাসে। জনির মতে সারা হলো তার লাকি-চার্ম। তাই তারা নিয়ম করে রোজ একবার দেখা করে। কিন্তু এই দেখা-দেখিতেই বাদ সাধলো লকডাউন। বাসা থেকে বের হওয়া বন্ধ। এর মাঝেই আসে জনির জন্মদিন। তাই তার সঙ্গে সারা দেখা করবেই। কিন্তু লকডাউনের এই সময়ে বাইরে দেখা করা ঠিক হবে না, তাই সে জনির বাসায় যাবে। মূলত এখান থেকেই নাটকের মূল গল্পটা শুরু।

জানা যায়, ‘লকডাউন প্রেম’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫ মিনিটে আরটিভিতে।