চাকরি না পেয়ে গণিভাই হলেন গ্যাংস্টার!

ঢাকায় এসে চাকরি না পেয়ে গণিভাই হয়ে গেলেন গ্যাংস্টার! তার নামে কাঁপে এখন পুরো শহর। চাঁদাবাজি হোক কি কিডন্যাপ- সব করে গণি ভাইয়ের গ্যাং! 

গণি ভাই গ্যাং-এর সক্রিয় সদস্য ডানহাত রোমিও, বামহাত মজনু আর অজুহাত হীরামন। অজুহাতের মন পেতে তুমুল দুশ্চিন্তা ডান আর বামের! এমন এক কমেডি-থ্রিলার গল্প নিয়ে নির্মিত হলো ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘গ্যাংস্টার গণিভাই’। 

এর চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক এবং সংলাপ লিখেছেন কলিন রড্রিক। মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, তানজিকা আমিন, সুজাত শিমুল, তানভীর, মাসুদ, রোদেলা মির্জা, আনন্দ খালেদ, শিশুশিল্পী মৌমিতাসহ অনেকে। 

অন্যতম নির্মাতা ফিরোজ কবির ডলার জানান, ৭ পর্বের ধারাবাহিক ‘গ্যাংস্টার গণিভাই’ প্রচার হবে ঈদের ৭দিন বিকাল ৫টা ৩০মিনিটে দীপ্ত টিভিতে।