‘রঞ্জনা’র পর ‘বেলা বোস’: থাকছে না সেই টেলিফোন!

অঞ্জন দত্তের গানের সফল দুটি চরিত্র- রঞ্জনা ও বেলা বোস। প্রথম চরিত্র নিয়ে ১০ বছর আগে (২০১১) ‘রঞ্জনা আমি আর আসবো না’ নামের সিনেমা তৈরি করে গানের চেয়েও বড় সাফল্য ঘরে তুলেছেন নির্মাতা-অভিনেতা অঞ্জন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। 

বলা হয়ে থাকে, টলিউডের সেরা মিউজিক্যাল ফিল্মের মধ্যে প্রথম স্থানে থাকবে এই ছবিটি। 

সম্ভবত সেই রেশ ধরে এবার অন্য জনপ্রিয় চরিত্র বেলা বোসকে নিয়েও বড় পর্দায় হাজির হওয়ার ঘোষণা দিলেন দুই বাংলার অন্যতম এই জনপ্রিয়- কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকার, অভিনেতা, নির্মাতা ও নাট্যকার। তবে এই গানের সুবাদে বাংলার প্রতিজন শ্রোতার মুখস্থ টেলিফোন নম্বর ‘হ্যালো এটা কি ২৪৪১১৩৯’ এর রেশ থাকছে না বলে জানান অঞ্জন দত্ত।

দুটো ছবির প্রযোজকই রানা সরকার।  

নিজের সৃষ্ট জনপ্রিয় এই চরিত্র নিয়ে সিনেমা নির্মাণকে বড় চ্যালেঞ্জ মনে করছেন অঞ্জন দত্ত। বললেন, ‘খুব কঠিন! তবে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। ৬৬ বছর বয়সে এসেও যে এই চ্যালেঞ্জটা নিতে পারছি তার কারণ রানা (ছবির প্রযোজক) সঙ্গে আছে বলেই।’

বেলা বোস— ১৯৯৮ সালে মুক্তি পাওয়া গানটি এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। বরাবরই অঞ্জন বলে আসছিলেন, এটি কোনও বাস্তব চরিত্র নয়। স্রেফ কল্পনা। এই সিনেমায় পুরনো গানটির কথা-সুরে খানিক রেশ থাকলেও গল্পটা একেবারে নতুন মেজাজের। এমনকি এই গানের সুবাদে বিখ্যাত হওয়া ২৪৪১১৩৯ নম্বরটিও থাকছে না এই ছবিতে! তৈরি হচ্ছে নতুন গানও। 

অঞ্জন বলছেন, ‘এখন তো আর ল্যান্ডফোনের যুগ নেই। সুতরাং, এটি একটি নতুন গল্প যা বর্তমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবে। আমি এখনও চিত্রনাট্যটি লিখছি।’ 

ছবিটির নাম হচ্ছে ‘বেলা বোসের জন্য’।

প্রধান চরিত্রের অভিনেত্রীর নাম জানায়নি অঞ্জন দত্ত। এ বিষয়ে তিনি খানিকটা রহস্য জাগিয়ে রাখলেন। তবে জানালেন, ছবির সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন তারই পুত্র নীল দত্ত। যিনি ‘রঞ্জনা আমি আর আসবো না’তেও ছিলেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া